দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে সকল ক্ষেত্রে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের দায়িত্বভার নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেটে চলছে চরম সংকটকাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। তবে এর মধ্যেই নতুন খবর, বিপিএলে দল কিনেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের মালিকাধীন রিমার্ক-হারল্যান।
বিপিএলের গেল আসর থেকেই শোনা যাচ্ছিল এবারের আয়োজনে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় সবার উপরেই ছিল ৪ বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২৪ বিপিএলের শুরুতেই দলটির কর্নধার নাফিসা কামাল, আয়ের ভাগ দাবিতে আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে।
সরকার পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে যে বদল আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ডেও সেটা অনেকটাই দৃশ্যমান। তাই ধারনা করা হচ্ছে গত আসরেই দল না রাখার হুঙ্কার দেয়া নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না আসন্ন বিপিএলে।
কিন্তু কুমিল্লা না থাকলেও বিপিএলে তারকা মালিকের উপস্থিতি কমছে না। ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত শাকিব খানের এই প্রতিষ্ঠানটি।