রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে একটি সামরিক প্রশাসনিক কার্যালয় স্থাপন করেছে ইউক্রেন। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
জেনারেল ওলেকসান্দার সিরিস্কি বলেছেন, ওই অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের তাৎক্ষণিক চাহিদা মেটাতে এই কার্যালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে দেখা যাচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে এক বৈঠকে সিরিস্কি বলছেন যে কার্যালয়টি ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে স্থাপন করা হয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলউসোভ বলেছেন, অঞ্চলটিতে জনগণের সুরক্ষার জন্য মস্কো আরও সেনা পাঠাবে।
জেনারেল সিরিস্কি বলেন, কুরস্ক অঞ্চলের ৩৫ কিলোমিটার ভেতরে ইউক্রেনের বাহিনী রয়েছে। সেখানে তারা এক হাজার ১৫০ বর্গকিলোমিটার দখলে নিয়েছে। এরমধ্যে ৮২টি বসতিও রয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৯০৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।
এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।