রাবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে নগরীর সিএন্ডবি, রাজশাহী শিক্ষাবোর্ড, রাজশাহী কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, লক্ষীপুর মোড়সহ বিভিন্ন স্থানে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তবে ম্যুরাল ভাংচুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান সমন্বয়করা।

হলের নিরাপত্তা প্রহরী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ১৫ থেকে ২০ জন ব্যক্তি হলের গেটের সামনের লাইট বন্ধ করে বঙ্গবন্ধু ম্যুরালটি ভাঙতে শুরু করে। এ সময় ভাংচুরকারীরা হলের কর্তব্যরত নিরাপত্তা প্রহরীকে দূরে সরে যেতে বলে। ম্যুরাল ভাঙার পর তারা হলের নামফলকটিও ভাঙার চেষ্টা করে।

বৃহস্পতিবার হলগেটে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধুর ম্যুরালটির মুখের অবয়ব পুরোটা ভেঙে ফেলা হয়েছে। ম্যুরালটির মুখমণ্ডলে শাবল দিয়ে খোঁচানো হয়েছে। ম্যুরালের সামনের সীমানা প্রাচীর লোহার চেইনের অংশটুকুও ভেঙে ফেলা হয়েছে।

তবে ভাংচুরের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী। তিনি বলেন, ‘আপনার কাছ থেকেই ম্যুরাল ভাংচুরের বিষয়টি শুনলাম। কে বা কারা একাজ করেছে, সেটি জানা নেই। ম্যুরাল ভাংচুরের সঙ্গে আমাদের কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *