রিয়াল মাদ্রিদ আগেই নাম লিখিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। অপেক্ষা ছিল শুধু মাঠে নামার। সেই অপেক্ষা ঘুচলো উয়েফা সুপার কাপের ফাইনালে। রিয়ালের সাদা জার্সিতে নিজের অভিষেক রাঙিয়েছেন এমবাপ্পে। ফরাসি এই স্ট্রাইকারের গোলে সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে লস ব্লাঙ্কোরা।
ইতালিয়ান ক্লাব আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ষষ্ঠবার ট্রফিটি জিতলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। পাঁচবার করে জেতা বার্সেলোনা ও এসি মিলানকে ছাড়িয়ে সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড এখন রিয়ালের দখলে।
ম্যাচের শুরুটা ছিল বেশ ছন্নছাড়া। ম্যাচের ১৫ মিনিটে গোলের সুযোগ পেয়েও নষ্ট করে রিয়াল। দুই দলের গোল মিসের মহড়ায় গোলশূন্য থেকে শেষ হয় প্রথমার্ধ। তবে ম্যাচের ৫৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে ডেড লক ভাঙেন ফেদে ভালভার্দে।
ম্যাচে লিড নিয়ে আক্রমণের ধার বাড়ায় লস ব্লাঙ্কোরা। এরপর ম্যাচের ৬৮ মিনিটে ডি বক্সের ভেতর থেকে জোড়ালো শটে বল জালে জড়ান এমবাপ্পে। তার গোলে ২-০ তে এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে শিরোপা জয়ের উৎসবে মাতে কার্লো আনচেলত্তির শিষ্যরা।