পদত্যাগ করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌমিত্র শেখর

বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বুধবার (১৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি ব্যক্তিগত কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।’

এর আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা উপাচার্য এবং উপাচার্যপন্থী বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তির পদত্যাগসহ তিন দফা দাবি জানান। এমনকি উপাচার্যের বাসভবন ও শিক্ষকদের ডরমিটরিতেও তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা।

২০২১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ট উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. সৌমিত্র শেখর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *