বরিশালে মেয়র ও কাউ‌ন্সিলরের বাসায় হামলার অভিযোগ

রাজনীতি

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবা‌ত ও ১৫ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর সাম‌জিদুল ক‌বির বাবুর বাসভব‌নে হামলার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।

বুধবার (১৪ আগস্ট) গরীর কালুশাহ সড়কের এ হামলার ঘটনা ঘ‌টে। এ সময় জানালার গ্লাস ভেঙে ফেলা হয় ও গেটে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে বিএনপির একদল কর্মী হামলায় চালিয়েছে। তবে বিএনপির দাবি, দুটি বাসাতেই ১৫ আগস্ট উপলক্ষে গোপন বৈঠক হওয়ার খবরে তা প্রতিহত করা হয়েছে।

নগরের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু বলেন, সকাল সোয়া ১০টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে বিএনপির একদল কর্মী আমার কালুশাহ সড়কস্থ বাসভবনের গেটে পিটায়। পাশের টিনশেড কার্যালয় ভাঙচুর করে। একই ওয়ার্ডে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ভাড়া বাসায় হামলা চালিয়ে চার-পাঁচটি জানালার গ্লাস ভাঙচুর করেন।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন গণমাধ্যমকে বলেন, ১৫ আগস্টের কর্মসূচি করার জন্য কাউন্সিলর বাবু ও মেয়রের বাসায় কিছু লোক সভা করেছিল। আমাদের কাছে তথ্য ছিল সেখানে নাশকতামূলক কিছু হতে পারে। এই খবর পেয়ে আমাদের নেতা–কর্মী ও ছাত্র–জনতা সেখানে গিয়ে ওই পরিকল্পনা পণ্ড করে দিয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুটি স্থানেই পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *