আওয়ামী লীগ সরকারের শাসনামলে ১৫টি বিসিএসে বাদ পড়া ২৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের ১ সেপ্টেম্বর যার যার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের ১ সেপ্টেম্বর যার যার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
তাদের মধ্যে ২৮তম বিসিএসে ৭ জন, ২৯তম বিসিএসে ১ জন, ৩০তম বিসিএসে ১ জন, ৩১তম বিসিএসে ৮ জন, ৩২তম বিসিএসে ২ জন, ৩৩তম বিসিএসে ২২ জন, ৩৪তম বিসিএসে ১৮ জন, ৩৫তম বিসিএসে ২৬ জন, ৩৬তম বিসিএসে ৫৩ জন, ৩৭তম বিসিএসে ৪০ জন, ৩৮তম বিসিএসে ১৮ জন, ৩৯তম বিসিএসে ৪১ জন, ৪০তম বিসিএসে ৬ জন, ৪১তম বিসিএসে ১ জন এবং ৪২তম বিসিএসে ১৫ জন নিয়োগ পেয়েছেন।