আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ দল। সেখানে সরাসরি স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পুরো দলের সঙ্গে অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাকিব। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে বিদায় নেয় শেখ হাসিনার সরকার। রাজনৈতিক পট-পরিবর্তনের পর জাতীয় দলে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে তাকে রেখে পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পরে বিসিবির প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপু জানান রাজনৈতিক কারণে নয় মেধা ও অভিজ্ঞতা বিবেচনায় পাকিস্তান সফরের দলে নেওয়া হয় সাকিবকে।
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ করে পাকিস্তানের দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। বুধবার (১৪ আগস্ট) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। সঙ্গে অনুশীলন করতে দেখা যায় অন্য ক্রিকেটারদেরও।
শুরু পাকিস্তানের বিপক্ষে নয় বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছর সবগুলো টেস্ট খেলতে পারেন তিনি। যদিও গত সাড়ে তিন বছরে বাংলাদেশের খেলা ২৩ টেস্টের মধ্যে মাত্র ১১ ম্যাচে খেলেছেন তিনি। চলতি বছর ৮টি টেস্ট খেলতে হবে বাংলাদেশকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবেন টাইগারা। পরে করাচিতে ৩০ আগস্ট হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এ ছাড়া পাকিস্তান শাহিন্সের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলছে বাংলাদেশ এ দল। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় বিজয়-মুমিনুলরা।