জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপি বলেছেন, ‘জাতির পিতাকে ভালোবাসার দায়ে যদি চাকরি যায়, তবে তাই হোক!’ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তার বহিষ্কারের দাবি তুললে ফেসবুকে তিনি এ কথা লেখেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষার্থীদের এক বৈঠকে এ শিক্ষকের বহিষ্কারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে জবির এই শিক্ষক বলেন, আমার পরিবারের অনেকেই সম্মুখসারিতে মুক্তিযুদ্ধ করেছেন। ছোটবেলা থেকে তাদের কাছ থেকেই জেনেছি ‘বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’। সে-ই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। এ নিয়ে কথা বলার কারণে যদি চাকরি যায় তবে যাক।
শিক্ষার্থীদের সংসদ ভবন পরিষ্কারের ছবি পোস্ট করে ‘একজন সুইপার এ কাজটি আরও সুনিপুণভাবে করতে পারে, দেশ গড়া অন্য বিষয়!’ বলে দেওয়া বিতর্কিত ফেসবুক পোস্টের বিষয়ে তিনি বলেন, যে পোস্টের কথা বলা হচ্ছে সেটা আমি দেইনি। আমার আইডি ক্লোন হতে পারে। কেউ যদি আমার আইডি ক্লোন করে এসব করে তাহলে আমার কি করার? এমনিতেই আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।