আগে থেকে গুঞ্জন ছিল অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন আলভারেজ। ৬ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।
আলভারেজকে দলে ভেড়াতে ৮ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে অ্যাথলেটিকো। বাংলাদেশের মুদ্রায় অর্থের পরিমাণটা প্রায় ১০৯২ কোটি টাকা। বিশ্বকাপজয়ী এই তারকাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানায়, ‘আর্জেন্টাইন ফরোয়ার্ডের দলবদলের বিষয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তিনি ছয় মৌসুমের জন্য চুক্তি করেছেন।’
২০২২ সালের জানুয়ারিতে ১৪.১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিভার প্লেট থেকে ম্যানসিটিতে যোগ দেন আলভারেজ। ইতিহাদে দুই বছরের ক্যারিয়ারে সব চ্যাম্পিয়ন্স লিগসহ ৬টি মেজর ট্রফি জিতেছেন ২৪ বছর বয়সী এই তারকা।
বিদায় বেলায় সিটি সমর্থকদের উদ্দেশ্যে আলভারেজ বলেন, ‘এই ক্লাবের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। অনেক আবেগের সঙ্গে আজ আমি অসাধারণ এক ক্লাবকে বিদায় জানাচ্ছি।’