এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, তাদের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।
গত ৫ আগস্ট সরকার পতনের পরদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৭ অগাস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেয়। এরপর থেকেই অনেক প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না আসায় অনেক স্কুল খোলা হয়নি। শিক্ষার্থীরাও ক্লাসে ফেরেনি। আবার যেসব স্কুল খোলা রয়েছে, সেগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এ পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এল।
গত শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকেও দ্রুত স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।