চার বছরের বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখেন বলিউডের ‘কিং খান’ খ্যাত শাহরুখ খান। পর পর সুপারডুপার হিট ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে গেল বছরটা নিজের করে নিয়েছিলেন তিনি। এর পর থেকেই দর্শক-ভক্তদের তুমুল আগ্রহ তার নতুন সিনেমাকে ঘিরে।
গেল বছরের শেষের দিকে বিভিন্ন সূত্র জানায়, সুজয় ঘোষের নতুন ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। তবে পরে জানা যায়, অতিথি চরিত্রে নয়, সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে শাহরুখকে। এবার ‘কিং খান’ নিজেই জানালেন সিনেমাটিতে অভিনয়ের কথা।
শাহরুখের জন্য ‘কিং’ সিনেমাটি আরও একটি কারণে স্পেশাল। কেননা সিনেমাটিতে অভিনয় করছেন তার নিজের কন্যা সুহানা খানও।
জানা গেছে, সিনেমাটির খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। তবে শাহরুখ-ভক্তদের জন্য দুঃসংবাদ হচ্ছে, সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে না। ‘কিং’-এ ‘রাজা’ শাহরুখকে দেখতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।