রাজা’ হয়েই ফিরছেন কিং খান

বিনোদন

চার বছরের বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখেন বলিউডের ‘কিং খান’ খ্যাত শাহরুখ খান। পর পর সুপারডুপার হিট ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে গেল বছরটা নিজের করে নিয়েছিলেন তিনি। এর পর থেকেই দর্শক-ভক্তদের তুমুল আগ্রহ তার নতুন সিনেমাকে ঘিরে।

গেল বছরের শেষের দিকে বিভিন্ন সূত্র জানায়, সুজয় ঘোষের নতুন ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। তবে পরে জানা যায়, অতিথি চরিত্রে নয়, সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে শাহরুখকে। এবার ‘কিং খান’ নিজেই জানালেন সিনেমাটিতে অভিনয়ের কথা।

শুক্রবার (৯ আগস্ট) সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখ খান।
সেখানেই কথা প্রসঙ্গে সুজয় ঘোষের ‘কিং’ সিনেমায় অভিনয়ের কথা জানান শাহরুখ। অভিনেতা বলেন, ‘আমি ‘কিং’ বলে একটা সিনেমা করছি এখন। সিনেমায় অভিনয়ের জন্য ওজন কমিয়েছি, যেন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আমার দুর্বলতা প্রকাশ না পায়।’

শাহরুখের জন্য ‘কিং’ সিনেমাটি আরও একটি কারণে স্পেশাল। কেননা সিনেমাটিতে অভিনয় করছেন তার নিজের কন্যা সুহানা খানও।

জানা গেছে, সিনেমাটির খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। তবে শাহরুখ-ভক্তদের জন্য দুঃসংবাদ হচ্ছে, সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে না। ‘কিং’-এ ‘রাজা’ শাহরুখকে দেখতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *