হুমকির মুখে পদত্যাগ করবো না: কাজী সালাউদ্দিন

খেলা

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের সঙ্গে রাষ্ট্রীয়, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লেগেছে রদবদল ও পদত্যাগের হিড়িক। দাবি উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগেরও। তবে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে বাফুফে প্রধান।

সম্প্রতি আল্ট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি করা হয়। বাফুফে সভাপতি ছাড়াও মাহফুজা আক্তার কিরন ও সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীরও পদত্যাগ চেয়েছিল সংগঠনটি। ইতিমধ্যে পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী। তবে পদত্যাগ করতে রাজি নন সালাউদ্দিন।

দেশের একটি সংবাদমাধ্যমকে বাফুফে সভাপতি বলেন, ‘প্রথমত, বাংলাদেশ ফুটবল আল্টার্সের কী ভূমিকা ফুটবলে? আমি ঘোষণা দিয়েছি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারব কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার?

পদত্যাগ করবেন না জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘আমি পদত্যাগ করছি না। আমি আরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি কোন হুমকির মুখে ফুটবল ছাড়ব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *