ইউক্রেনকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় অনুপ্রবেশের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পুতিনের। রুশ প্রেসিডেন্ট বলেছেন, এর জন্য উচিৎ জবাব দেওয়া হবে। খবর আল জাজিরার।
ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেছেন, কিয়েভ বাহিনী রাশিয়ার এক হাজার বর্গকিলোমিটার দখলে নিয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রবেশ করে। রাশিয়ার দাবি, ইউক্রেনের বাহিনীর সঙ্গে রুশ সেনাদের সেখানে তুমুল লড়াই চলছে।
এনিয়ে অঞ্চলটি সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, কুরস্কে অতিরিক্ত বাহিনী ও সরঞ্জাম পৌঁছেছে। তবে কী পরিমাণ তা উল্লেখ করেনি রাশিয়া।
অন্যদিকে ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও করস্ক অঞ্চলে অভিযানের কথা নিশ্চিত করেছেন। জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখন মস্কোর দিকে ধাবিত হচ্ছে।