বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরু

বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থী-শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে এমন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে কোনো প্রকার রাজনৈতিক-পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ/ছায়া সংগঠন, লেজুড়বৃত্তিক প্যানেল/পরিষদ/সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, আমি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নিয়েছি। এদিকে  আজ সোমবার থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু করবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ৮৫তম (বিশেষ) সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *