গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকসহ প্রায় সব ধরনের শিল্পকারখানা আজ শনিবার সকাল থেকে চালু হয়েছে। নিরাপত্তার শঙ্কায় কয়েক দিন ধরে বন্ধ রাখা হলেও আজ কারখানা এলাকায় শিল্প পুলিশ কিংবা থানা-পুলিশের কোনো ইউনিটের উপস্থিতি দেখা যায়নি।
তবে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। এ জন্য তৈরি করা হয়েছে নিরাপত্তাসংক্রান্ত টাস্কফোর্স। বিষয়টি নিশ্চিত করেছেন ৯ পদাতিক ডিভিশনের কর্মকর্তা কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। আজ সকালে গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা এলাকায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানা পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি। এ সময় ওই কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি।
কারখানা পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির অতিরিক্ত সচিব মনসুর খালেদ, শিল্পোদ্যোক্তা তামান্না ফারুক, স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার সিইও শরিফুল রেজা প্রমুখ।
এ পর্যন্ত কোনো ক্রয়াদেশ বাতিলের খবর পাওয়া যায়নি জানিয়ে শোভন আরও বলেন, ‘আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে গার্মেন্টসশিল্পে বিশ্বে ১ নম্বরে চলে যাব, কোনো শঙ্কা নেই। আমরা এখন পর্যন্ত কোনো অর্ডার বাতিলের খবর পাইনি। বিদেশি বায়াররা (ক্রেতারা) সবাই পজিটিভ।’