গতকাল একটি বিবৃতি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই বিবৃতিতে বলা হয়েছে দুর্নীতির দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছেন দেশটির ওপেনার ইহসানউল্লাহ জানাত। কারণ হিসেবে জানা যায়, কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করেছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইহসানউল্লাহ জানাত দুর্নীতিবিরোধী নীতিমালার ২.১.১ ধারা ভঙ্গ করেছেন। যে ধারায় ম্যাচের ফলাফলে অবৈধভাবে প্রভাব রাখার চেষ্টা করার কথা বলা আছে। ক্রিকেট সংশ্লিষ্ট কাজে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন ইহসানউল্লাহ।’
সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়, শুধু ইহসানউল্লাহ নয়, এসিবির দুর্নীতিবিরোধী ইউনিট আরও তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে তারা। সেই তিন ক্রিকেটারের বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে আফগান ক্রিকেট বোর্ড।
এর আগে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইহসানউল্লাহর। জাতীয় দলের জার্সি গায়ে তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২০টি ম্যাচ। যার মধ্যে ১৬টি ওয়ানডে, ৩টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি রয়েছে। এক দিনের ক্রিকেটে ব্যাট হতে করেছেন ৩০৭ রান। এরপর ২০২২ সালে জুন মাসের পর আর জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি এই আফগান ক্রিকেটারকে।