সেন্সরশিপ দেওয়ায় ইনস্টাগ্রাম বন্ধ করে দিল তুরস্ক

বিশ্ব

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে তুরস্ক। দেশটির কমিউনিকেশন অথরিটি এ তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে করা পোস্টগুলো তুরস্কে ব্লক করে দেওয়ায় ইনস্টাগ্রামের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দেশটি।

এর আগে তুরস্কের এক শীর্ষ কর্মকর্তা হামাস সংশ্লিষ্ট কন্টেন্টে সিন্সেরশিপের জন্য সামাজিকমাধ্যমটির সমালোচনা করেন।

দেশটির কমিউনিকেশন অথরিটি জানিয়েছে, ২ আগস্ট নেওয়া এক সিদ্ধান্তের মাধ্যমে ইনস্টাগ্রাম ডটকমকে ব্লক করে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

গত বুধবার টার্কিস প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টর ফাহরেটিন আলতুন অভিযোগ করে বলেছিলেন, হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ড নিয়ে করা সমবেদনামূলক পোস্টগুলো ব্লক করে দিচ্ছে ইনস্টাগ্রাম।

ফাহরেটিন আলতুন বলেন, সবক্ষেত্রেই আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াব।

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামরায় হত্যা করা হয়। এতে তার এক দেহরক্ষীও নিহত হয়েছে।

এক্স হ্যান্ডেলে তিনি বলেন, খুব সাধারণভাবেই এটা সেন্সরশিপ। এ সময় তিনি বাকস্বাধীনতা রক্ষার কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমরা বারবারই দেখিয়েছি তারা বিশ্বের শোষণ ও অবিচারের পক্ষে কাজ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *