শিরোপা নিয়ে এখন বরিশালে বিপিএল চ্যাম্পিয়নরা

খেলা

ডেস্ক রিপোর্ট : গেল আসরে প্রথম বারের মতো বিপিএলের শিরোপা জেতে ফরচুন বরিশাল। কথা ছিল সেবারই শিরোপা নিয়ে বরিশাল ভ্রমণে যাবে ফ্রাঞ্চাইজিটি। কিন্তু শেষ অবদি আর হয়ে ওঠেনি। তবে এবার সেই সুযোগ হাতছাড়া করেননি বিপিএল চ্যাম্পিয়নরা। জোড়া ট্রফি নিয়ে ইতিমধ্যে বরিশালে পৌঁছেছে তামিম ইকবালের দল।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা। এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারদেরই দেখা গেছে।

জানা গেছে, চ্যাম্পিয়ন ট্রফিসহ বরিশালের বেলস পার্কে হবে শিরোপা উদযাপন! থাকছে কনসার্টের আয়োজনও। সেখানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্ক।

এর আগে বিপিএলের টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর নিজেদের শহর বরিশালে যাওয়ার কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। তিনি বলেছিলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’

বিপিএলের একাদশতম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিপিএলের শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চলের দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *